শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

হিলি স্থলবন্দর দিয়ে একদিনে এলো ১ হাজার ২২৫ টন পেঁয়াজ

হিলি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ৪০টি ট্রাকে ১ হাজার ২২৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে বন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি ছয় টাকা। একদিন আগেও ইন্দোর জাতের পেঁয়াজ ২৮ থেকে ২৯ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ২২ থেকে ২৩ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা বলেন, বন্দর থেকে পেঁয়াজ কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করে থাকি। বর্তমানে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এতে আমরা যেমন বন্দরে কম দামে পেঁয়াজ কিনতে পারছি, তেমনি পুঁজি কম লাগছে।’
পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, দুই মাস বন্ধের পর গত ৫ জুলাই থেকে হিলিসহ সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। সম্প্রতি দেশের বাজারে বাড়তি চাহিদাকে ঘিরে ও দাম ভালো পাওয়ায় পেঁয়াজের আমদানি বাড়িয়েছেন তারা। এ কারণে দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এছাড়া পাবনা-মেহেরপুরসহ দেশিয় পেঁয়াজের মোকামগুলোতে সররবাহ কমে দাম যেখানে ১৫০০-১৬০০ টাকা মন উঠে গিয়েছিল, বর্তমানে সরবরাহ বাড়ায় তা কমে ১১০০- থেকে ২০০ টাকায় নেমেছে। এতে দেশের বিভিন্ন মোকামে আগের তুলনায় আমদানিকৃত ভারতের পেঁয়াজের দাম কমছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে পেঁয়াজ আমদানির পরিমাণ আগের তুলনায় বেড়েছে। আগে বন্দর দিয়ে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন