শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

তাহসিন ও পরাগের উন্নতি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

আবুধাবি আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যালের মাস্টার্স টুর্নামেন্টে বাংলাদেশের দুই ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মেহেদী হাসান পরাগের উন্নতি হলেও অবনতি হয়েছে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের। পরশু রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নয় রাউন্ড পদ্ধতির টুর্নামেন্ট শেষে জিয়াপুত্র তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে ৪ পয়েন্ট পেয়ে হয়েছেন ৭৮তম। ৯৫ নম্বর বাছাই খেলোয়াড় হিসেবে তিনি টুর্নামেন্ট শুরু করেছিলেন। অন্যদিকে মেহেদী হাসান পরাগ ৩ পয়েন্ট নিয়ে হয়েছেন ১২৭তম। তিনি খেলা শুরু করেছিলেন ১৩৫ নম্বর সিডেড খেলোয়াড় হিসেবে। এদিকে ৯ ম্যাচ শেষে বাংলাদেশের অন্যতম গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে ৪ পয়েন্ট নিয়ে জায়গা পেয়েছেন ৭৫তম স্থানে। টুর্নামেন্ট শুরুর সময় তিনি ছিলেন ৫৭ নম্বর বাছাই খেলোয়াড়। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানও সাড়ে ৪ পয়েন্ট পেয়ে হয়েছেন ৭৬তম। টুর্নামেন্ট শুরুর সময় তিনি ছিলেন ৬৬ নম্বর বাছাই খেলোয়াড়। এই টুর্নামেন্টে ১৪৮ জন দাবাড়ু অংশ নিয়েছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন