রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালাম মুর্শেদী!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ৮:২৪ পিএম

দীর্ঘ এক যুগেরও বেশি সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আব্দুস সালাম মুর্শেদী, এমপি। তবে এই পদে আর থাকছেন না তিনি। শনিবার লিগ কমিটির সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য দেন বাফুফের এই সিনিয়র সহ-সভাপতি। তিনি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন। সালাম বলেন,‘ব্যবসা, রাজনীতি এবং পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানে পদে কাজ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। আর পারছি না। বাফুফের সভাপতি (কাজী মো. সালাউদ্দিন) ও লিগ কমিটির অন্যান্যদের বলেছি, আমার পক্ষে আর চেয়ারম্যান পদে কাজ করা সম্ভব নয়। আমাকে যেন রেহাই দেওয়া হয়।’

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ছাড়াও ২০০৮ সাল থেকে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন সালাম মুর্শেদী। তার দায়িত্বকালে ১৩টি লিগ শেষ হলেও তিনি আর চেয়ারম্যান পদে থাকতে চাইছেন না। লিগ কমিটির দায়িত্ব ছাড়লেও বাফুফের ফিন্যান্স ও রেফারিজ কমিটির চেয়ারম্যানের পদ ছাড়তে নারাজ সাবেক এই ফুটবলার। সালাম আরও বলেন, ‘ফিন্যান্সে কাজ করলে চেকে সই করতে অনেক সময় ব্যয় হয়। তবে সেই সই সুবিধাজনক সময়ে যে কোনো স্থানে বসে করা যায়। রেফারিজ কমিটির কাজও খুব বেশি নয়। কিন্তু লিগ কমিটিতে সার্বক্ষণিক সময় দিতে হয়। যা দেয়া আমার পক্ষে সম্ভব নয়।’

একজন সফল ব্যবসায়ীর পাশাপাশি সালাম মুর্শেদী খুলনা-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্যও। মূলত রাজনীতি ও ব্যবসার কারণেই এখন থেকে ফুটবলে বেশি সময় দিতে পারবেন না বলে জানান তিনি। তাই লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালাম। তার কথায়,‘ সামনে রাজনৈতিক ব্যস্ততা বাড়বে আমার। জনপ্রতিনিধি হওয়ার কারণে নিজের সংসদীয় এলাকায় (খুলনা) নিয়মিত যেতে হয়। তাই লিগ কমিটি প্রধানের পদটি ছাড়তে চাচ্ছি।’ ব্যবসা ও রাজনৈতিক কারণে বাফুফের একটি পদের দায়িত্ব ছাড়তে চাইলেও ফুটবলকেই সর্বাধিক প্রাধান্য দিবেন বলে জানান সালাম মুর্শেদী, ‘ফুটবলের জন্যই আজকে আমার এই অবস্থান। এখনো ফুটবল আমার সবচেয়ে আবেগ ও গুরুত্বের জায়গা। বর্তমান ও বাস্তবিক প্রেক্ষাপটে লিগ কমিটির দায়িত্ব চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই সভাপতিকে বলেছিলাম, আমার দায়িত্ব কিছুটা কমিয়ে দেওয়া যায় কি না। তখন উনি বলেছিলেন, আর একটু সময় থাকতে? আমি বলেছিলাম, আমাকে এখন নিয়মিত খুলনায় যেতে হয়। তখন সভাপতি বলেন, ঠিক আছে এটা আমি জানলাম, বিবেচনা করবো।’ সালাম মুর্শেদী দায়িত্ব ছাড়তে চাইলেও তা এখনো গ্রহনযোগ্য হয়নি বলেই লিগ কমিটির সদস্যরা জানান। এ প্রসঙ্গে মুর্শেদী বলেন,‘আমি আজকে (শনিবার) থেকে লিগ কমিটির দায়িত্বে আর নেই। এখন বোর্ড সিদ্ধান্ত নেবে।’

লিগ কমিটির চেয়ারম্যান নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও এদিকে মধ্য সেপ্টেম্বর থেকে শুরু হবে বয়সভিত্তিক একটি করে লিগ ও টুর্নামেন্ট। এগুলো হচ্ছে- প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর অংশগ্রহণে অনূর্ধ্ব-১৮ লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলোর অংশগ্রহণে অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট। ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুই বয়সভিত্তিক লিগ ও টুর্নামেন্টের দলবদল। এর আগেই লিগ কমিটির চেয়ারম্যানের নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা কতটা যুক্তিসঙ্গত?

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন