মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লামায় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে বিএনপির গণমিছিল

লামা(বান্দরবান)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ৫:৫৮ পিএম

বান্দরবানের লামায় জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল প্রকার দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে গণমিছিল করেছে লামা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন।

রবিবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় লামা পৌর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে গণমিছিলটি লামা বাজার প্রদক্ষিণ শেষে নয়াপাড়াস্থ গজালিয়া জীপ স্টেশনে সমাবেশে মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, বান্দরবান জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস ম্যামাচিং।

বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপিসাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
লামা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব। উক্ত গণমিছিল ও সমাবেশে লামা উপজেলা বি এন পি এর নেতৃবৃন্দ এবং সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

গণমিছিল ও সমাবেশে তিন সহস্রাধিক নারী পুরুষ উপস্থিত হয়েছে বলে জানান বিএনপির নেতাকর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন