শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধর্ষণ মামলায় পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ৭:২৭ পিএম

ময়মনসিংহে পিবিআই'র প্রাথমিক তদন্তে ধর্ষণ অভিযোগের সত্যতা পাওয়ায় সাদ্দাম হোসেন (২৫) নামে এক পুলিশ সদস্যের (কনস্টেবল) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিজ্ঞ আদালত।

রবিবার (২৮ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো: রাফিজুল ইসলাম এই পরোয়ানা জারির আদেশ দেন।

পুলিশ সদস্য সাদ্দাম হোসেন জেলার গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত আমীর আলীর ছেলে। সে ২০১৫ সালে পুলিশ সদস্য হিসেবে চাকরীতে যোগদান করে। বর্তমানে সে ময়মনসিংহ পুলিশ লাইনসে কর্মরত বলে জানা গেছে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) বদর উদ্দিন আহমদ।

তিনি জানান, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় ভুক্তভোগী তরুণীর জবানবন্দি গ্রহণ শেষে পিবিআইকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেয় আদালত।

চলতি বছরের ২৩ জুন আদালতে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। ওই তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়ায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছেন।

সুত্র জানায়, ভুক্তভোগী তরুণী (২১) একই উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে অভিযুক্ত সাদ্দাম হোসেন ওই তরুণীকে প্রেমের ছলে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২১ মে সাদ্দাম হোসেন ওই তরুণীকে ধর্ষণ করে।

পরে বিয়ের প্রলোভন দেখিয়ে সাদ্দাম হোসেন গত ২ জুলাই ওই তুরুণীকে আবারও ধর্ষণ করলে ওই তরুণী বিয়ের জন্য চাপ দেয়। এতে সাদ্দাম হোসেন তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে লাফাত্তা হয়ে যায়। পরে বিষয়টি ওই তরুণী সাদ্দাম হোসেনের পরিবারকে জানালে কোন সুরাহা না পাওয়ায় অবশেষে আদালতে মামলা করেন ওই তরুণী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন