শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ফিফার শাস্তিপ্রাপ্ত জাহিদ যশোর লিগে!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

সম্প্রতি মাঠে গড়িয়েছে যশোর জেলা ফুটবল লিগ। তবে দুই বছর পর মাঠে গড়ানো এই লিগ শুরু হতে না হতেই আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশের ফুটবলাঙ্গনে। কারণ এই লিগে যশোর মোহামেডানের হয়ে খেলছেন ফিফার শাস্তিপ্রাপ্ত ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নিষেধাজ্ঞায় থাকা আরামবাগ ক্রীড়া সংঘের ফুটবলার মো. জাহিদ হোসেন। যাকে স্পট ফিক্সিংয়ের দায়ে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের যেকোন ফুটবলে নিষিদ্ধ করেছে বাফুফে। এ প্রসঙ্গে যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু গতকাল বলেন, ‘মঈন স্মৃতি ক্লাবের পক্ষ থেকে ফিক্সিংয়ে নিষিদ্ধ খেলোয়াড় লিগে খেলছে এমন অভিযোগ পাওয়ার পর পরই আমরা লিগ কমিটির জরুরি সভা করেছি। সেই সভায় অভিযুক্ত যশোর মোহামেডানকে আত্মপক্ষ সমর্থনের জন্য চিঠি দেয়া হয়েছে। আজকের (কাল) মধ্যেই চিঠির উত্তর পাওয়ার কথা ছিল। তবে তা এখনো পাইনি আমরা। উত্তর পাওয়া মাত্রই আমরা আমাদের পর্যবেক্ষণ সহকারে বাফুফেতে পাঠাব। বাফুফের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন