বিশেষ সংবাদদাতা : ৫ দিন আগে নিন্দনীয় ঘটনায় হয়েছিলেন অভিযুক্ত। রংপুরের ইনিংসের চতুর্থ ওভারে মোহাম্মদ সামির বলে ড্যারেন সামির হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরার দলটির আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ উইকেটের আনন্দে উৎসব করতে থাকা রাজশাহী কিংসের সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করেন। ম্যাচ রেফারী নিয়ামুর রশিদ রাহুলের শুনানীর মুখোমুখি হয়ে কোড অব কন্ডাক্টের ২.১.১ ধারা ভঙ্গ করায় দুই ম্যাচ বহিষ্কৃত হন। ম্যাচ ফি’র ৩০ শতাংশও অর্থদÐ হয়েছে তার। আচরণ বিধি ভঙ্গের দায়ে চারটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়ে। ধারা ৭.৫ অনুযায়ী কোন খেলোয়াড়ের নামের পাশে চার ডিমেরিট পয়েন্ট যোগ হলে তাকে কমপক্ষে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়। সে নিয়ম অনুযায়ী বিপিএল-২০১৬ এর রংপুর রাইডার্সের পরবর্তী দুই ম্যাচের নিষিদ্ধ থাকা শাহজাদের গতকাল বরিশাল বুলসের বিপক্ষে খেলার কথা ছিল না। তবে খেলেছেন এবং জিতিয়েছেন দলকে। বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে সাধারণ ক্ষমা করায় গতকাল খেলার সুযোগ দেয়া হয়েছে তাকে। এমন তথ্যই দিয়েছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসÑ ‘দুই দিন আগে মোহাম্মদ শাহাজাদের শাস্তি কমিয়ে দিতে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ আবেদন করেছিল। রংপুর দোষ স্বীকার করে নিয়েছে। তাই বিসিবি ও বিপিএলের গভর্নিং কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে শাহাজাদকে বিশেষ বিবেচনায় এক ম্যাচ নিষেধাজ্ঞা কমিয়ে দিয়েছি। তাছাড়া এ ধরনের ঘটনা আগেও ঘটেছে তখন এতো কঠিন শাস্তি দেয়া হয় নাই।’
মন্তব্য করুন