শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যশোরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ৭:৫৯ পিএম | আপডেট : ৮:২৩ পিএম, ৩০ আগস্ট, ২০২২

যশোরে রিক্তা খাতুন (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে তার স্বামী আকাশ ওরফে আসাদুল।

ঘটনাটি ঘটছে মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামে। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
নিহত রিক্তা খাতুন শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে শফিকুল ইসলামের মেয়ে এবং আকাশ খান ওরফে আসাদুল ঝিকরগাছার বৃষ্টিপুর গ্রামের রফিকুল ইসলাম রাজার ছেলে।
নিহতের মা রোকেয়া খাতুন অভিযোগ করে জানায়, আমার মেয়ের স্বামী আকাশ বিদেশ (মালয়েশিয়া) ছিলো। ১০ দিন আগে সে বাড়িতে আসে। মঙ্গলবার সকালে মেয়ে তার শ্বশুরবাড়ি বৃৃষ্টিপুরে তরকারি কাটছিলো। হটাৎ করেই জামাই এসে বঠির আছাড় দিয়ে রিক্তার মাথায় কয়েকটি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁকড়া প্রাইভেট ক্লিনিকে পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আমি খবর পেয়ে হাসপাতালে মেয়ের কাছে আসি। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বেলা ৩টার দিকে রিক্তা মারা যায়।
জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, পারিবারিক কলহের কারণে স্বামীর বঠির আঘাতে গৃহবধূ খুন হয়েছে। শুনে ঘটস্থলে গিয়েছিল। পুলিশ অভিযানে আছে ঘাতক আকশ ওরফে আসাদুলকে আটকের জন্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ELMAY A JILANI ৩১ আগস্ট, ২০২২, ৩:৫০ পিএম says : 0
Nari o Shishu Nirzaton incresed day by day in our country from bottom to upper, Niri Nirjazato by male specially husbad darling incresing, if we are not decrease it, the bllod of Shaheed persosons and aim of mUKTIJODDA WHAT, PLEASE HARD LINE TO DRCREASED THE nARI O SHISHU NIRZATON , LOCALLY LEADER MAY BE HELPED TO STOPED IT WITH THE GOVT, TODAY ONE WOMAN WAS KILLED, NOTHING FOR US BUT WHEN YOUR DAUGHTER WILL KILLED BY HUSBAND THAN YOU THINK IT IS GOOD TIME TO STOP VILONCE OF WOMAN IMMEDIATELY. WHEN A SHIP WAS CRY FOR HELF BUT FATHER KILLED HER, HOW AND WERE WE GOING ALL TOGETHER HELP TO GOVT LIKE MUKTI ZDDHA FIGHT FOR SAFE CHILD AND WOMAN
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন