শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার সামার অ্যাথলেটিক্সে ইমরানুর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ৯:৩৩ পিএম

বার্মিংহাম কমনওয়েলথ গেমস ও কোনিয়া ইসলামিক সলিডারিটি গেমস শেষে এবার ঘরোয়া আসরে মনযোগী হচ্ছেন বাংলাদেশের লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এ আসরে খেলতে ২১ সেপ্টেম্বর লন্ডন থেকে ঢাকায় আসবেন দেশের দ্রুততম মানব ইমরানুর। ঘরোয়া আসরে বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে খেলে থাকেন তিনি। তার ঢাকায় আসা এবং লন্ডন ফিরে যাওয়ার যাবতীয় খরচ বহন করবে এই সংস্থাটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় এবারের সামার অ্যাথলেটিক্স হবে বনানীস্থ আর্মি স্টেডিয়ামে। জাতীয় চ্যাম্পিয়নশিপের মতো সামারেও ইলেকট্রনিক টাইমিংয়ে আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।

বর্তমান সময়ে দেশের অ্যাথলেটিক্সে আলোচিত নাম ইমরানুর রহমান। গত জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে তিনি ১০.৫০ সেকেন্ডে ভেঙ্গে দেন দুই যুগ আগের জাতীয় রেকর্ড। সার্বিয়ায় ইনডোর অ্যাথলেটিক্সে ৫০ মিটার স্প্রিন্টে ৬.৬৪ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠে চমক দেন ইমরান। বার্মিংহাম কমনওয়েলথ গেমসও তিনি টাইমিংয়ের উন্নতি করেছেন। ১০০ মিটারে ১০.৪৬ সেকেন্ড সময় নিয়ে নিরে হিটে তৃতীয় হয়ে বিদায় নেন তিনি। কোনিয়ার ইসলামিক সলিডারিটি গেমসে এই ইভেন্টের ফাইনালে উঠে ১০.০১ সেকেন্ড দৌঁড়ে ৫৪টি দেশের মধ্যে ষষ্ঠ হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন