শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

মারিও পায়েরাজ এর কবিতা

অনুবাদ : আকিব শিকদার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ এএম

মারিও পায়েরাজ এর জন্ম ১৯৪০,গুয়াতেমালার চিমালতিনানগোয়। ছাত্রজীবনেই তিনি গুয়াতেমালার লেবার পার্টিতে যোগ দেন। এরপর কিউবায় থাকাকালীন মার্কসবাদী দার্শনিক-কবি-গদ্যকার মারিও পায়েরাজ, গুয়াতেমালার “গরীব গেরিলা দল” এ যোগ দেন এবং অন্যতম প্রধান গেরিলা নেতা হয়ে ওঠেন। পরে সংগঠন পরিচালনায় রণকৌশলগত পার্থক্যের কারনে তিনি সেই সংগঠন থেকে বেরিয়ে এসে “বিপ্লবী অক্টোবর” নামে একটি নতুন সংগঠন গড়েন।

তিনি গুয়াতেমালার অন্যতম সেরা লেখক ও কবি হিসেবে পরিচিত। গুয়াতেমালা অরণ্যের বিপ্লবী গেরিলাযুদ্ধ নিয়ে লেখা তাঁর গ্রন্থ “বিষুব অরণ্যের দিন” বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে। মারিও পায়েরাজ এর কিছু কবিতা আর্থো অগাস্টিন ইংরেজিতে অনুবাদ করেছিলেন।
১৯৯৫ সালে মেক্সিকো সিটিতে আত্মগোপন থাকাকালে তাঁর মৃত্যু হয়। তাঁকে শহর থেকে দূরবর্তী একটি গ্রামে সমাধিস্থ করা হয়।


তাম্বোরিলো
অরণ্যলোকে যে সংগ্রাম চালাতে চায়
তাকে তাম্বোরিলো ফুল থেকে শিক্ষা নিতে হবে
কোনো সৈন্যপ্রধানই তার শত্রুপক্ষকে পাকরাও করতে পারবে না।
হলদে কুঁড়ির সাফল্য নিয়ে
প্রতিটি ফেব্রুয়ারিতে তার আক্রমণ আরম্ভ হয়
এবং বসন্তে ফুটে পরিপূর্ণ ফুল
অতপর ফিরে যায় রুটমার্চের কোনো আরম্বরতা ছাড়াই।


মুখর সংগ্রাম
সংগ্রাম এমন এক শব্দ-
যার অভ্যন্তরে লুকিয়ে আছে সোনালী বিপ্লব
ঝাঝালো মিছিল, দুর্জয় তারুণ্য, ঘন সবুজ প্রাণ।
অথচ সংগ্রাম সবকিছু তামাটে করে দেয়
যেমন একটি বোমা বিস্ফোরিত হলে
পাথুরে ধূলি আর তামাটে ধোয়ায় ঢেকে যায় প্রকৃতি।
সংগ্রাম একটি যৌবনদিপ্ত শব্দ-
যার অভ্যন্তরে লুকিয়ে আছে জীবনের মুখরতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন