বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

উত্তাপ হারাচ্ছে চট্টগ্রামের ফুটবলও!

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ এএম

আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চট্টগ্রামে প্রিমিয়ার ফুটবল লিগ। উদ্বোধনী দিনে নবাগত শতদল ক্লাবের বিরুদ্ধে খেলবে গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। এবারে লিগ শুরুর পূর্বে ১৩ দিনব্যাপী ফুটবলারদের দলবদল কখন যে শেষ হয়ে গেছে তা কেউ টের পায়নি। অথচ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ইভেন্টের মধ্যে সবার আগে ফুটবলের নাম থাকলেও চট্টগ্রামে ফুটবলের সেই জৌলুস আর নেই। ফলে এবারের দলবদলে প্রিমিয়ারে মাত্র ৪৪জন এবং প্রথম বিভাগে ৪৯জন ফুটবলার দলবদলে অংশ নিয়েছে। গত দুই আসরের আগের আসরে শিরোপা জেতা কাস্টম স্পোর্টস ক্লাবে এবার মাত্র একজন খেলোয়াড় দলবদল করেছে। ঐতিহ্যবাহী অফিস দল বিসিআইসি সংসদ ক্রীড়াচক্র কোনরকমে জোড়াতালির দল নিয়ে মাঠে নামবে। চট্টগ্রামে ফুটবল যেন ক্রমশ প্রতিদ্বন্দ্বীতাহীন হয়ে পড়েছে এবারের দলবলে তা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। প্রিমিয়ারে অংশগ্রহণকারী ১০টি দলের মধ্যে গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন ও রানারআপ চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশসহ আরো তিনটি দল তাদের খেলোয়াড়দের দলে রাখতে সক্ষম হয়েছে। ১০টি দল সরাসরি খেলবে লিগ পদ্ধতিতে। জেলা ফুটবল এসোসিয়েশন লিগের বাজেট আট লাখ টাকার মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান থেকে পেয়েছে পাঁচ লাখ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন