রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দ্বিতীয় বাছাইকে হারিয়ে সেরেনা বললেন ‘বোনাস’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ এএম

কথায় আছে পুরাতন ধান ভাতে বাড়ে। আনেথ কনতাভেতের বিপক্ষে যেভাবে জিতলেন তাতে কে বলবে সেরানা উইলিয়ামস শীর্ষ ৬০০ বাছাইয়ের বাহিরে অবস্থান করছেন। তথচ এস্তোনিয়ার কনতাভেতা বর্তমানে র‌্যাঙ্কিংইয়ের ২ নম্বর স্থানে অবস্থান করছেন। ২৬ বছর বয়সী এই টেনিস তারকাকে পরশু রাতে ৭-৬ (৪), ২-৬ ও ৬-২ ব্যবধানে হার স্বীকার করতে হল ৪১ বছরের সেরেনার কাছে। তাতেই তৃতীয় রাউন্ড নিশ্চিত এই মার্কিন সেরেনার।
নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে রেকর্ড ২৯ হাজার ৯৫৯ দর্শকের সামনে ,২ ঘন্টা ২৭ মিনিটের শ্বাসরুদ্ধকর এক ম্যাচ খেলেছেন সেরেনা। এই লড়াই প্রামণ করে ক্যারিয়ারের ২৪ তম গ্র্যান্ডসø্যাম জয়ের জন্য কতটা মরিয়া এক সময় ৩১৯ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই তারকা। তবে তারচেয়ে বিশ্বয়কর ৬ বারের ইউএস ওপেন জয়ীর ফিটনেস। প্রতিপক্ষ কনতাভেত তার ক্যারিয়ারের ৬ শিরোপার ৫টি জিতেছেন হার্ড কোর্টে। তাই এই ম্যাচে বহু এগিয়ে ছিলন এসোনিয়ার তারকা। ম্যাচের পরে এই ব্যাপারে জানতে চাইলে সেরেনা জানান,’ আসলে ক্যারিয়ারের গোটা সময়ে চ্যালেঞ্জ মোকাবেলাতেই দারুণ পারদর্শী ছিলাম আমি। আমি চ্যালেঞ্জ নিতে এবং জিততে ভালোবাসি।‘ গত মাসে তিনি বলেন,’টেনিস থেকে সরে যাচ্ছি’। তবে কবে সেটা কি এই আসরের পরেই কিনা তা নিশ্চিত করেননি। তাই এখন প্রতি ম্যাচই উপভোগ করছেন সেরেনা। কনতাভেতেকে হারিয়ে মজার ছলেই তাই বললেন,’ আমিতো অসাধারণ খেলয়াড় (হাসি)। সত্যি বলতে আমি এই জয়কে বোনাস হিসেবে দেখছি। আমার প্রমাণ করার আর কিছুই নেই।‘

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন