চট্টগ্রামের রাউজানে মধ্যরাতে আগুন লেগে ৭টি বসতঘর পুড়ে গেছে। পরে দেড়ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে নগদ ৫০ হাজার টাকাসহ ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের কাগতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পূর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ জানান, গুলজারপাড়ায় হঠাৎ করে আগুন লাগলে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে রাত সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় সেমিপাঁকা ও টিনশেড সাতটি ঘর পুড়ে যায়।
ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, ৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকাসহ আমাদের সবার অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন