বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

গুগলের ইসরাইল-প্রেম ও ফিলিস্তিন-বিদ্বেষ বাড়ছে

প্রতিবাদ জানাতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন কর্মীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইন্টারনেট প্রযুক্তি বিষয়ক বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি গুগল ইহুদিবাদী ইসরাইলের পক্ষে তৎপর হয়ে ওঠায় খোদ এই কোম্পানির অনেক কর্মী প্রতিবাদ জানাচ্ছেন। তবে প্রতিবাদের কারণে তারা নানা হয়রানির শিকার হচ্ছেন এবং এ কারণে তাদের কেউ কেউ গুগল ত্যাগ করার কথা ভাবছেন। সম্প্রতি গুগল কোম্পানির একজন কর্মকর্তা ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে এই কোম্পানির শত কোটি ডলারের একটি চুক্তির নিন্দা জানানোর পর এখন এই কোম্পানি থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন! অ্যারিয়েল কোরেন নামের এই নারী (ইহুদি) কর্মকর্তা গত মঙ্গলবার বলেছেন, এই বৃহত্তম কোম্পানি তার ওপর প্রতিশোধ নেয়ার চেষ্টা করছে ওই প্রতিবাদী তৎপরতার কারণে! গুগল-এর শিক্ষামূলক পণ্যের মার্কেটিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অ্যারিয়েল। তিনি সহকর্মীদের উদ্দেশে এক খোলা চিঠিতে লিখেছেন, কোম্পানির পক্ষ থেকে আমার প্রতি প্রতিশোধমূলক তৎপরতা, শত্রুতামূলক পরিবেশ ও অবৈধ নানা তৎপরতার ফলে গুগলে কাজ চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না এবং চলতি সপ্তা’হান্তে কোম্পানি ত্যাগ করা ছাড়া আমার অন্য কোনো উপায় নেই। কোরেন আরও লিখেছেন, গুগল-এর যে কর্মীরা চান যে এ প্রতিষ্ঠান যেন তার নৈতিক নীতিমালা মেনে চলে- তাদের পরামর্শে কান না দিয়ে গুগল আগ্রাসীভাবে নানা সামরিক কন্ট্রাক্ট বা চুক্তি পাওয়ার কাজে মেতে রয়েছে এবং তার প্রতিবাদী কর্মীদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিচ্ছে ও প্রতিশোধমূলক নানা পদক্ষেপ নিচ্ছে। তিনি ছাড়াও আরও অনেক গুগল কর্মী এই প্রক্রিয়ার শিকার হচ্ছেন বলে অ্যারিয়েল কোরেন জানান। তবে গুগলের এক মুখপাত্র বলেছেন, কর্মক্ষেত্রে প্রতিশোধমূলক তৎপরতাকে আমরা নিষিদ্ধ করেছি। আমরা এই কর্মীর দাবিগুলো সম্পর্কে তদন্ত করছি। ইসরাইলের মাধ্যমে নির্বাচিত হওয়ায় কোম্পানি গর্বিত বলেও তিনি উল্লেখ করেছেন। গুগলের আরও ১৫ জন কর্মী ফিলিস্তিনিদের প্রতি গুগলের আচরণের প্রতিবাদ জানিয়েছেন এবং গুগলের যেসব কর্মী ফিলিস্তিনিদের সমর্থন করে তাদের ওপর গুগলের সেন্সরশিপ আরোপের বিরুদ্ধেও তারা প্রতিবাদ জানিয়েছেন। এই ১৫ জন ইউটিউবে তাদের বক্তব্য তুলে ধরেছেন এবং নিউ ইয়র্ক টাইমসের কাছেও তারা এইসব বক্তব্য তুলে ধরেছেন। এদের মধ্যে দুই কর্মী সম্ভাব্য প্রতিশোধের ভয়ে নিজেদের নাম প্রকাশ করেননি। ইরনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন