শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সঙ্কট সমাধানে ইরাকে ব্যাপক বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

মাসের পর মাস টিকে থাকা রাজনৈতিক সঙ্কট সমাধানের দাবিতে রাজপথে ব্যাপক বিক্ষোভ করেছে ইরাকের হাজারো দলনিরপেক্ষ নাগরিক। প্রতিদ্বন্দ্বী দুই শিয়া গোষ্ঠীর মধ্যে সম্পতি সংঘর্ষের পর, ইরাকে ব্যাপক অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে। আল-জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার ইরাকের হাজারো দলনিরপেক্ষ নাগরিক পশ্চিম বাগদাদের আল-নুসর স্কয়ারে জড়ো হন। ব্যানার ও জাতীয় পতাকা নিয়ে তারা দেশের রাজনীতি ঢেলে সাজানোর আহ্বান জানান। বিক্ষোভকারীরা বলেন, তারা রাজনীতি থেকে সকল এলিটদের অপসারণের দাবিতে রাজপথে নেমেছেন। এসব এলিট রাজনৈতিকদের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগ তোলেন। বাগদাদ থেকে আল জাজিরার সাংবাদিক আব্দেলওয়াহেদ জানিয়েছেন, বিক্ষোভকারীরা ২০১৯ সালে নিরাপত্তা বাহিনীর হাতে আন্দোলনকারী নিহতের ঘটনায় ন্যায়বিচার দাবি করেন। ওই সময় ইরাকে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ হয়েছিল। গত বছরের অক্টোবরে ইরাকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সংখ্যাগরিষ্ট দুই শিয়া দল সরকার গঠন করতে সমর্থ হয়নি। যার ফলে দেশটিতে প্রায় ১১ মাস যাবত নতুন কোনো প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট নেই। শুক্রবার প্রতিবাদকারীরা ‘সরকার পরিবর্তন দাবি করেন’। তারা আরব বসন্তের সেøাগান দিয়ে বলেন, জনগণ সরকারের সমাপ্তি চায়, ইরানের শাসন কোনোভাবে আর নয়। ইরানপন্থি রাজনীতিবিদেরা বছরের পর বছর ইরাক ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন তারা। চলতি সপ্তাহে ইরানপন্থী রাজনীতিবিদ এবং জনপ্রিয় শিয়া নেতা মুক্তাদা আল সদরের সমর্থকদের মধ্য ব্যাপক সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৩০ জন নিহত হন। তেল সমৃদ্ধ ইরাকের নাগরিকেরা চরম দারিদ্রের মধ্যে বসবাস করছেন। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন