শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আলোর মুখ দেখছে ফ্র্যাঞ্চাইজি হকি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

অবশেষে আলোর মুখ দেখছে দেশের ফ্র্যাঞ্চাইজি হকি। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও এবার ঠিকই ফ্র্যাঞ্চাইজি নিয়ে মাঠে নেমে পড়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) কর্মকর্তারা। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানও ঠিকঠাক। আগামীকাল হোটেল রেডিসন ব্লুতে এসিই নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি হকির পৃষ্ঠপোষকতার চুক্তি স্বাক্ষর হবে। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি (বিসিটি) নামের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফরম্যাট কি হবে, এতে কয়টা দল অংশ নেবে এবং দল গঠনের প্রক্রিয়া কেমন হবে- সবকিছুই এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিস্তারিত জানানো হবে। ফ্র্যাঞ্চাইজি হকি প্রসঙ্গে বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফসুফ গতকাল বলেন, ‘প্রথম এই আয়োজন হবে ৬টি বিভাগীয় দল নিয়ে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ থাকবে ফ্র্যাঞ্চাইজি হকিতে। অক্টোবর বা নভেম্বরেই টার্ফে গড়াবে বিসিটি।’ বিশ্বস্ত জানা গেছে, ছয় বিভাগের দলগুলোর মালিকানা সম্পর্কে আজ জানা যাবে। অন্য একটি সূত্র জানায়, হকির বিসিটিতে একটি দলের মালিকানায় থাকবে বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক এবং অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন