হাজার হাজার মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক প্রাপ্ত সাবেক সংসদ সদস্য, দিনাজপুরের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী, প্রয়াত জননেতা এম আব্দুর রহিম এ্যাডভোকেট। ৪ সেপ্টেম্বর রোববার ছিল এম আব্দুর রহিম এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। প্রথম সকালেই দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা ও এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানানোর পর এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র’র আয়োজনে সকাল ১১টা থেকে দিনাজপুর সদর উপজেলার জালালপুরে প্রয়াত এই রাজনীতিকের সমাধিতে এম. আব্দুর রহিম সমাজকল্যান ও মুক্তিযুদ্ধ গবেষনা কেন্দ্রের কার্যকরী সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. সফিকুল হক ছুটু, সাধারন সম্পাদক চিত্ত ঘোষ, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি আশরাফুল কামাল, দিনাজপুর বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. যাবিদ হোসেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোমেনুল হক, হাসপাতালের পরিচালক ডাঃ কাজী শামীম হোসেন, কলেজের উপাধ্যক্ষ ডাঃ নাদির হোসেনসহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন