শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জমজমাট আয়োজনে অনন্ত ও বর্ষার নতুন সিনেমা কিল হিম-এর মহরত

রিয়েল তন্ময়: | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

জমকালো আয়োজনে জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও শিল্পপতি অনন্ত জলিল ও বর্ষা দম্পতির নতুন সিনেমা ‘কিল হিম’-এর মহরত। গত শনিবার সন্ধ্যায় মো. ইকবাল পরিচালিতব্য সিনেমাটির মহরত হয় এফডিসিতে। অনন্ত ও বর্ষা দম্পতি এই প্রথম নিজেদের প্রযোজনা সংস্থার বাইরে কোনো সিনেমায় অভিনয় করছেন। মহরত অনুষ্ঠানে অনন্ত হাজির হয়েছিলেন দুইশ’ মোটর সাইকেলের শোভাযাত্রার মাধ্যমে। আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য দুটি গরু ও পাঁচটি খাসির জবাইয়ের মাধ্যমে খাবারের ব্যবস্থা করা হয়। অনন্ত এ সিনেমায় পারিশ্রমিক হিসেবে নেবেন ৪০ লাখ টাকা। মহরত অনুষ্ঠানে তার হাতে সাইনিং মানি বাবদ ২০ লাখ টাকার চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল। নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ টাকা। মঞ্চে তার হাতে তুলে দেওয়া হয় ৬ লাখ টাকার চেক। মহরত অনুষ্ঠানে অনন্ত জলিল বললেন, এই সিনেমার অফার যখন পাই, তখন ইকবাল ভাইকে বললাম, আমরা যেহেতু বাইরের প্রোডাকশনে প্রথম কাজ করছি, সেহেতু মহরতটা জমজমাট হতে হবে। তিনি সেই প্রত্যাশা পূরণ করেছেন। আমি এই আয়োজনে খুশি। বর্ষা বলেন, এই প্রথম নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করছি। অনেকেই বলেন, অনন্ত বর্ষাকে ছাড়া অভিনয় করেন না। আমিও চাই অনন্ত জলিল অন্য নায়িকাদের সাথে সিনেমা করুক। যদিও আজ আমার নামটা ঘোষণা করে হয়েছে, তবুও পরিচালক ইকবাল ভাইকে বলব যদি সম্ভব হয় অন্য নায়িকা নেন। অ্যাকশন ধাঁচের সিনেমা ‘কিল হিম’ প্রযোজনা করছে সুনান মুভিজ। সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করবেন দেশের রুবেল ও মিশা সওদাগর। খল চরিত্রে দেখা যাবে বলিউডের অভিনেতা রাহুল দেবকে। এছাড়া আছেন কলকাতার অভিনেত্রী অ্যামি রায়। সিনেমার শুটিং শুরু হবে অক্টোবর মাসে। দৃশ্যধারণ হবে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ায়। সিনেমার প্রযোজক ও পরিচালক ইকবাল বলেন, সিনেমার মানুষদের নিয়েই মহরত করছি। এবারের আয়োজনটা একটু বড় পরিসরে করেছি। সিনেমার নির্মাণ আয়োজনও ব্যাপক পরিসরের। আশা করি, একটি আন্তর্জাতিকমানের সিনেমা নির্মাণ করতে সক্ষম হবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন