দেশের ২৭টি ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ডে ডলার লেনদেনে অনিয়ম পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কৈফিয়ত তলব করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের ক্রেডিট কার্ডের একটা লিমিট আছে। প্রতিটি কার্ডের বিপরীতে সাড়ে ১২ হাজার ডলার লেনদেন করা যায়। অনেক ব্যাংক এ সীমার উপরে লেনদেন করেছে-এমন তথ্য বাংলাদেশ ব্যাংকের এক পর্যালোচনায় উঠে এসেছে। মোট ২৭টি ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ডে এমন মাত্রাতিরিক্ত ব্যয়ের অনিয়ম পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব কার্ডে সাড়ে ১২ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত লেনদেন করা হয়েছে। অনিয়ম ধরা পড়া এসব কার্ডের বিষয় পুনরায় খতিয়ে দেখা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরও বলেন, এসব ব্যাংককে কৈফিয়ত তলব করা হয়েছে। তাদেরকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়য়ের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ক্ষমতাবলে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ কী পরিমাণ বৈদেশিক মুদ্রা নিজ জিম্মায় রাখা যাবে বা অনলাইন কেনাকাটায় মূল্য পরিশোধ করা যাবে, তা সময় সময় নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন ব্যক্তি নিজের জন্য নির্দিষ্ট পঞ্জিকা বছরে নিয়ম অনুসারে সর্বোচ্চ ১২ হাজার ডলার পর্যন্ত এনডোর্স করে নিতে পারবেন। অর্থাৎ যদি কারও পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর থাকে, তাহলে তিনি পাঁচ বছরের জন্য ডলার এনডোর্সমেন্ট করাতে পারবেন। তবে নিয়ম অনুযায়ী এক বছরে ১২ হাজার ডলারের বেশি খরচ করা যায় না। তাই সে পরিমাণ ডলারের এনডোর্সমেন্ট করানো যাবে।
তবে এর পুরোটা নগদ বা নোট আকারে নেয়া যাবে না। নগদ বা নোট আকারে জনপ্রতি একবারে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নেয়া যাবে। বাকি সাত হাজার ডলার পর্যন্ত অর্থ ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে নেয়া যাবে।
বিদেশে কেউ একবার ভ্রমণে ১২ হাজার ডলার খরচ করতে পারে। তবে ওই বছর নিজ খরচে আর বিদেশ ভ্রমণে যাওয়া যাবে না। চিকিৎসা বা শিক্ষার মতো বিশেষ প্রয়োজনে বেশি পরিমাণ ডলার নেয়ার প্রয়োজন হলে যৌক্তিক কারণের উপযুক্ত নথি জমা দিয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে।
সীমার বাইরে নগদে বৈদেশিক মুদ্রা বিদেশে নিয়ে যাওয়া বেআইনি। চাইলে বিদেশ থেকে যে কোনো অঙ্কের বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে আসা যায়। তবে সীমার অতিরিক্ত অর্থ ব্যাংকে বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট খুলে জমা রাখতে হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন