শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ ক্যারম দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ক্যারম বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্যারম দল। আগামী ৩ থেকে ৭ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ার লংকাউইতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ৯ সদস্যের বাংলাদেশ দলে আট খেলোয়াড় ও একজন কর্মকর্তা রয়েছেন। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। তিনি দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। এছাড়াও নিজেদের খরচে দুইজন কর্মকর্তা হিসেবে দলের সঙ্গে যাবেন। এরা হলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম শিহাব মামুন ও কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাব। চারজন করে ছেলে ও মেয়ে টুর্নামেন্টে অংশ নিলেও আপাতত ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন ১০ খেলোয়াড়। তারা হচ্ছেন- হেমায়েত মোল্লা, হাফিজুর রহমান, আলী রবিন, আবদুল খালেক, হাসান, আফসানা নাসরিন, ফারাজানা বানু, শামসুন্নাহার মাকসুদা, সাবিনা আক্তার ও আইনুন নিশাত। ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেন, ‘এই বিশ্ব চ্যাম্পিয়নিশ হওয়ার কথা ছিল ২০২০ সালে। করোনার কারণে পিছিয়ে ২০২১ সালে নেওয়া হয়েছিল। অবশেষে এ বছর হচ্ছে। আমরা ৫০ জন খেলোয়াড় নিয়ে সিলেকশন ক্যাম্প করেছিলাম। সেখান থেকে জাতীয় দল গঠন করা হয়েছে। খেলোয়াড়রা এখন ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। যাওয়ার আগে এক সঙ্গে ক্যাম্প আয়োজন করা হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন