শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

যুক্তরাজ্যের বার্মিংহামে আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকীর (রহ.) ঈসালে সওয়াব অনুষ্ঠিত

যুক্তরাজ্য সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৬ পিএম

সিরাজামমুনিরা জামে মসজিদ বার্মিংহামে শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) এর খলিফা মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী (রহ.)এর ঈসালে সওয়াব মাহফিল গত ০৬-০৯-২২ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
আনজুমানে আল-ইসলাহ ইউকের সম্মানিত প্রেসিডেন্ট হযরত মাওলানা নজরুল ইসলাম মুহাদ্দিস ছাহেবের সভাপতিত্বে এবং মাওলানা আবুল হাসানের ও হাফিজ দেলওয়ার হাসান সুমনের যৌত পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির আলোচনা পেশ করেন, সিরাজামমুনিরা জামে মসজিদের সম্মানিত খতিব সাইয়িদ শেখ ফাদী যুবা ইবনে আলী। বাংলাদেশ কাউন্সিলের সবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মো. ইউসুফ মিয়ার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারি সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা আশরাফুর রহমান, দারুল হাদিস লতিফিয়া লন্ডনের মুহাদ্দিস মাওলানা শিহাব উদ্দিন, ব্রিটিশ মুসলিম হাই স্কুল বার্মিংহামের প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির আল-হাসান। বক্তব্য রাখেন মাওলানা হাফিজ ফারুক আহমদ, মাওলানা আব্দুল মুক্তাদির,মো. জুনাঈদ আহমদ খান।
আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী (রহ.)'র সাবেক ছাত্রদের আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজামমুনিরা জামে মসজিদের পরিচালক আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী, আলহাজ্ব কাজী নানু মিয়া,আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, ফুলতলী ইসলামিক সেন্টার কনভেন্ট্রি ইমাম মাওলানা মাসুম আহমদ সিদ্দিকী। মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দি, মাওলানা নুরুল ইসলাম, ক্বারী আহমদ আলী প্রমুখ। ফুলতলী ইসলামিক সেন্টার কনভেন্ট্রির শিক্ষক ক্বারি মাহফুজ এর সুললিত কন্ঠের ক্বাসিদা ও মিলাদে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। গ্রেট ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা সাবেক ছাত্র এবং মুহিব্বিনদের দোয়ার মাধ্যমে মাহফিল শেষ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন