সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নান্দাইলে মারধরে আহত শিশুর মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৭ পিএম

 ময়মনসিংহের নান্দাইলে খেলার সময় এক শিশুকে আছাড় দিয়ে গুরুতর আহত করার এক সপ্তাহ পর তার মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ইমরান মিয়া (৯)। সে উপজেলার রাজগাতী ইউনিয়নের বিলভাদেরা গ্রামের মো. সবুজ মিয়ার পুত্র এবং স্থানীয় দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে জানান, স্বজনরা নিহত শিশুর মরদেহটি গতকাল বুধবার গভীর রাতে হাসপাতাল থেকে নান্দাইল মডেল থানায় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার সকালে সুরতহাল সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্ত করার জন্য কিশোরগঞ্জের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো এজাহার দেওয়া হয়নি। বিলভাদেরা গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বৃষ্টি হচ্ছিল। এ সময় এলাকার শিশুদের সাথে ইমরান মিয়া প্রতিবেশী শফিকুল ইসলামের বাড়ির সামনে খেলাধুলা করছিল। বাড়ির সামনে খেলাধুলা করার জন্য শফিকুলের ছেলে মো. শাওন মিয়া (১৮) খেলা ধুলারত শিশুদের দৌড়ানি দেয়। অন্য শিশুরা দৌড়ে পালিয়ে যেতে পারলেও ইমরানকে ধরে ফেলে। পরে তাকে ওপরে তোলে মাটিতে আছাড় মারে। এতে শিশুটি গুরুতরভাবে আহত হয়। পরে স্বজনরা বিভিন্নস্থানে চিকিৎসা করালেও ইমরান পুরোপুরি সুস্থ হয়নি। গতকাল বুধবার রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে নান্দাইল শহরে এনে একজন চিকিৎসককে দেখানো হয়। ওই চিকিসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। পরে সেখানে নেওয়ার পথে শিশুটি মারা গেলে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন