শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বড় ব্যবধান নয়, লক্ষ্য জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে বাংলাদেশের প্রথম লক্ষ্য পাকিস্তানকে হারানো। ম্যাচের আগে গতকাল গণমাধ্যমকে এমন কথাই বলেন বাংলাদেশের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক সাবিনা খাতুন।

ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ আট বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে পাকিস্তান। দীর্ঘ সময় পেরিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই পাকিস্তান জাতীয় নারী দলের আন্তর্জাতিক আসরে প্রত্যাবর্তন হয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে তারা। অন্যদিকে নিয়মিত খেলার মধ্যে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়েছে একই ব্যবধানে। ভারতের বিপক্ষে পাকিস্তানের ফলাফলের দিকে নজর রেখেই বাংলাদেশের কোচ ছোটন ভাবছেন দ্বিতীয় ম্যাচে জয় তাদের অবধারিত। তবে গোল ব্যবধান বাড়ানোর কথা পরে ভাবা হবে বলে জানান তিনি। ছোটনের কথায়, ‘আমাদের প্রথম লক্ষ্য পাকিস্তানকে হারানো। আমরা ম্যাচে জেতার জন্যই খেলবো। গোল সংখ্যা কত হলো তা পরে ভাববো।’
বাংলাদেশ জাতীয় দলের মেয়েরা এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে একটি মাত্র ম্যাচই খেলেছে। ২০১০ সালে ঢাকা সাউথ এশিয়ান (এসএ) গেমসের ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২-০ গোলে। তবে ২০১৮ সালে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বয়সভিত্তিক দলটিকে রেকর্ড ১৭-০ গোলে বিধ্বস্ত করেছিলেন মারিয়া মান্ডরা। এ ম্যাচে ব্যক্তিগতভাবে সর্বাধিক ৭টি গোল করেছিলেন বাংলাদেশের তারকা ফুটবলার সিরাত জাহান স্বপ্না। ওই দু’ম্যাচেই জয়ের কারিগর ছিলেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা ও ফরোয়ার্ড স্বপ্না। যারা এবারো আছেন জাতীয় দলে। তাহলে কি সাবিনা-স্বপ্নাই হবেন আজকের পাকিস্তান ম্যাচে বাংলাদেশের জয়ের ট্র্যাম্পকার্ড? নির্দিষ্টভাবে কাউকে গুরুত্ব না দিয়ে ছোটন বলেন, ‘ম্যাচে যে কেউ গোল করতে পারে। এমনকি ডিফেন্ডার আঁখি খাতুনও গোলের নিশানায় সফল হতে পারে।’ অধিনায়ক সাবিনা বলেন,‘ম্যাচ জিততেই মাঠে নামবো। ব্যবধান কত বড় হবে তা পরে দেখা যাবে। আমাদের প্রধান লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ ভালো করে ফাইনালের পথে এগিয়ে যাওয়া। টুর্নামেন্টে সাফল্য পাওয়ার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।’
আট বছর পর আন্তর্জাতিক টুর্নামেন্টে ফেরা পাকিস্তানের এই দলটি অনেকটাই অচেনা লাল-সবুজদের কাছে। তবে ভারতের বিপক্ষে তাদের খেলা দেখে দলটি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছে বাংলাদেশ। এই দলের অধিনায়ক মারিয়া খান ও নাদিয়া খান আরব আমিরাতে খেলে থাকেন। তাই মারিয়াদের সম্পর্কে খুব একটা ধারণা নেই বলে মানছেন স্বপ্না, ‘আমিতো সাত গোল করেছিলাম পাকিস্তানের বয়সভিত্তিক দলের বিপক্ষে। তবে তাদের জাতীয় দল সম্পর্কে তেমন ধারণা নেই। জাতীয় দল খুবই কঠিন। পাকিস্তানের বিপক্ষে আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলবো। আর লক্ষ্য থাকবে জয় নিয়ে মাঠ ছাড়া। কাক্সিক্ষত গোল পেতে স্কোরিংয়ের জায়গায় আমরা কাজ করেছি।’
ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় পাকিস্তানের বিপক্ষেও খেলতে পারছেন না লাল-সবুজের নির্ভরযোগ্য ডিফেন্ডার আনাই মোগিনী। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে কাল দুপুরে কাঠমান্ডুর আর্মড পুলিশ ফোর্স মাঠে প্রায় এক ঘন্টার অনুশীলনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ দল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন