শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ঢাকায় প্রথম ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপো শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

মানুষের মধ্যে আস্থা বাড়ানো এবং সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আজ রোববার প্রথমবারের মতো দিনব্যাপী ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপো-২০২২ শুরু হতে যাচ্ছে। গতকাল রাজধানীর পুরানা পল্টন ক্যাপিটেল মার্কেট জার্নালিস্ট ফোরামে (সিএমজেএফ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রদর্শনী যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং মার্কিন কৃষি বিভাগ-সমর্থিত বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্প। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম। বিএফএসএ এর সদস্য মো. রেজাউল করিম, সদস্য মনজুর মোরশেদ আহমেদ এবং বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্পের কারিগরি পরামর্শক কামরুন নাহার সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এক্সপোতে দেশের খাদ্য ও রাসায়নিক পণ্যের পরীক্ষাগার নেটওয়ার্কের সক্ষমতা তুলে ধরা হবে। প্রথমবারের মতো আয়োজন করা এ প্রদর্শনীর উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। গেস্ট অব অনার থাকবেন ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ এবং এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন