ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউপির বীরকামাটখালী গ্রামের মোঃ সোহেল মিয়ার পুত্র রিয়ান (৩) পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। (১১ অক্টোবর) রবিবার বিকালে এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মোঃ আজিজুল ইসলাম জানান, সোহেলের শ্বশুর বাড়ি পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।শিশুটি তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ বিকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। এক পর্যায়ে খোঁজাখুঁঁজি করে তাকে না পেয়ে, নানার বাড়ির লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় পুকুরের পানি থেকে রিয়ানকে উদ্ধার করে মোটরসাইকেল যোগে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান,এবিষয়ে আমাদের কেউ অবহিত করে নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন