শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যারা স্বজন হারায়, হারায় ঘরবাড়ি তারাই বোঝে হারানের যন্ত্রনা -সাইফুজ্জামান শিখর এমপি

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৯ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘুল্লিয়া ও বিনোদপুরের মধ্যে গত কয়েক দিনের সহিংসতা দোকান পাট লুটের পরবর্তী শান্তি ফেরাতে এলাকা পরিদর্শন কালে জনগনের উদ্দেশ্যে বক্তব্যকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর এ কথা বলেন। তিনি এলাকার মানুষকে বিনোদপুর বাজারের দোকানপাট খুলে শান্তিতে বসবাসের নির্দেশনা প্রদান। রবিবার বিকেলে বিনোদপুর এলাকা পরিদর্শন করে ক্ষতাগ্রস্থ বাড়ি ঘর, লুট হওয়া দোকানগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত জনগনের উদ্দেশ্যে বলেন, সংঘাত সংঘর্ষ মানুষের কোন কল্যান বয়ে আনেনা। আনে শুধু জীবন সম্পদের অকল্যান বয়ে আনে। যা নিজেদেরই ক্ষতি গ্রস্থ করে। যার প্রমান আপনারা নিজেরাই দেখেছেন। তিনি বলেন, যার বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে, যার আত্মীয় স্বজন হতাহতের শিকার হয়েছে সেই বুঝবে এর যন্ত্রনা। তাই সবাইকে শান্তিতে বসবাসের জন্য এ সংঘাত পরিহার করতে হবে। আগামীতে তিনি এ ধরনের ঘটনা দেখতে না হয় তার জন্য স্থানীয়দের আহবান জানান। এসময় সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখরের সাথে ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান শেখ রেজাউল ইসলাম, এড, সাজিদুর রহমান সংগ্রাম, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, মহম্মদুপর আওয়ামীলীগের নেতা কামরুল ইসলাম, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ।

উল্লেখ্য, গত কয়েকদিন সংঘর্ষের ঘটনায় এলাকা নরক পুরিতে পরিনত হয়েছিল। বিনেদপুর বাজার হয়েছিল জনমানব শুন্য।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন