শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

তিনদিন ঊত্থানের পর পুঁজিবাজারে দরপতন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সূচক ওঠানামার মধ্যদিয়ে প্রথম আড়াই ঘণ্টা লেনদেন হলেও শেষ দুই ঘণ্টা লেনদেন হয়েছে শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে। এ কারণে নতুন সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। গতকাল রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে ২১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৬ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দাম। এর ফলে গত সপ্তাহে টানা তিন দিন উত্থানের পর নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হলো।

প্রকৌশল, বস্ত্র, ব্যাংক-বিমা এবং আর্থিক খাতসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমায় দরপতন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে একটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ওষুধ খাতের ৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭টির, কমেছে ২০টির, আর অপরিবর্তিত রয়েছে ৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। একইভাবে ব্যাংক-বিমাসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমেছে। তাতেই পুঁজিবাজারে দরপতন হয়েছে।
তথ্যমতে, ডিএসইতে ২৭ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ৫২টি শেয়ার কেনাবেচা হয়েছে, যার মূল্য ১ হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৭৭ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৩টি কোম্পানির শেয়ারের। এর মধ্যে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২১৯টির, আর অপরিবর্তিত রয়েছে ১০৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৭১ পয়েন্ট কমে ৬ হাজার ৫৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ৯ দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৪৩২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২ দশমিক ৮৭ পয়েন্ট কমে ২ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর রয়েছে-ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, শাইনপুকুর সিরামিক, লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, নাহি অ্যালুমিনিয়াম, এসিআই ফরমুলেশন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, এবং জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ার। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে ১৯ হাজার ২৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬০টির ও অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারের দাম। বাজারটিতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৪২ লাখ ৮৬ হাজার ৬৩৬ টাকার শেয়ার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন