শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

এক বছর পর মাঠে ফিরছে মেয়েদের হকি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

দেশে এক বছর পর মাঠে ফিরছে মেয়েদের হকি। ডেভেলপমেন্ট কাপ নামের টুর্নামেন্ট দিয়ে ফের তারা নিজেদের ব্যস্ত রাখতে যাচ্ছে। আজ থেকেই মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে মেয়েদের টুর্নামেন্ট। ডেভেলপমেন্ট কাপে খেলবেন বিকেএসপি, নড়াইল, যশোর, ঝিনাইদহ, রাজশাহী, চট্টগ্রাম, কক্সবাজার, সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশসহ ১৮টি জেলা ও সংস্থার খেলোয়াড়রা। গতকাল সকালে মওলানা ভাসানী স্টেডিয়ামে কোচ তারিকুজ্জামান নান্নুর অধীন মেয়েদের ট্রায়াল নিয়ে গড়া হয়েছে চারটি দল। এগুলো হলো-বাংলাদেশ হকি ফেডারেশন লাল, নীল, সবুজ ও হলুদ দল। মওলানা ভাসানী স্টেডিয়ামের হোস্টেলে চার দলের ১৬ জন করে ৬৪ জন খেলোয়াড়ের থাকার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের প্রথম দিনে লাল ও নীল দল মুখোমুখি হবে বিকেল সাড়ে ৩ টায়। সব দল নিজেদের মধ্যে একবার করে খেলার পর অঘোষিত দুটি সেমিফাইনাল হবে। প্রথম সেমিফাইনালে খেলবে প্রথম ও চতুর্থ দল, দ্বিতীয় সেমিফাইনাল হবে দ্বিতীয় ও তৃতীয় দলের মধ্যে। ১৯ সেপ্টেম্বর অঘোষিত ফাইনাল। গতকাল বাহফের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন