মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিশ্বকাপের আগে কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়

নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

এশিয়া কাপে যাবার আগে আসরটিকে টি-টোয়েন্টি বিশ^কাপের ‘শিক্ষা সফর’ হিসেবে দেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলাফল, ব্যর্থ এক মিশন শেষে মুখ লুকিয়েই ঢাকায় ফিরেছিল বাংলাদেশ দল। তবে ক’দিন বিশ্রাম দিয়েই মাঠের অনুশীলনে নেমে পড়তে হয়েছে ক্রিকেটারদের। সামনেই যে উড়াল দিতে হবে নিউজিল্যান্ডে। সেখানে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলে তার পরপরই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, ত্রিদেশীয় সিরিজ যেহেতু বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ফলে সেখানে পরীক্ষা-নিরীক্ষার চিন্তা নেই। সম্ভব্য সেরা দলটাকেই খেলানো হবে এই সিরিজে।

নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক নিউজল্যান্ড, বাংলাদেশ ছাড়া অপর দলটি হলো পাকিস্তান। অক্টোবরের ৮ তারিখে মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচটি। আজই ঢাকায় ফিরবেন টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। তারপর মিরপুরে ক্রিকেটারদের নিয়ে তিন দিনের বিশেষ ক্যাম্প করবেন তিনি। এর মধ্যেই দল ঘোষণা। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করার শেষ সময় ১৫ সেপ্টেম্বর আবার ত্রিদেশীয় সিরিজে পরীক্ষা-নিরীক্ষা করতে চাচ্ছে না বাংলাদেশ, সেহেতু আলাদ দল না হওয়ারই কথা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলছিলেন, ‘ত্রিদেশীয় সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষার টুর্নামেন্ট হবে না। যেহেতু বিশ্বকাপের কাছাকাছি সময়ে, তাই বিশ্বকাপের সম্ভাব্য সেরা দলটাই সেখানে খেলবে। অবশ্যই এশিয়া কাপটা বিশ্বকাপের একটা প্রস্তুতি ছিল। তবে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজই শেষ টুর্নামেন্ট। সেখানে আসলে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো বিষয় নেই। বিশ্বকাপে যারা খেলতে যাবে সেখানে তাদেরকেই দলে রাখা হবে।’ বিশ্বকাপের দল কেমন হতে পারে তার একটা ধারনা অবশ্য পরিস্কার। দ্বীধা আছে দু-একটি জায়গা নিয়ে। শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন হাবিবুল বাশার, ‘দল নিয়ে আমরা এখানো আলাপ-আলোচনার পর্যায়েই আছি। যারা আমাদের পরিকল্পনায় আছে, সবাইকে নিয়েই আলোচনা হচ্ছে। সেই আলাপ-আলোচনা এখনও আমরা শেষ করতে পারিনি। আলাপ-আলোচনা শেষ করতে পারলেই (টিম ম্যানেজমেন্টের সঙ্গে) দল দিয়ে দিব।’ বিশ্বকাপের আগ মুহূর্তে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজটিকে ভালো প্রস্তুতি মনে করা হচ্ছে। একে তো নিউজিল্যান্ডের কন্ডিশন অনেকটা অস্ট্রেলিয়ার মতোই। তার ওপর লিগ পদ্ধতিতে প্রথম পর্বেই খেলার সুযোগ মিলছে চারটি ম্যাচ। লিগ পর্বের পয়েন্ট টেবিলে সেরা দুই দলের একটি হতে পারলে ফাইনাল অর্থাৎ আরও এক ম্যাচ খেলার সুযোগ মিলবে। পাশাপাশি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে দুটি ওয়ার্ম আপ ম্যাচও খেলবে বাংলাদেশ। এতো ম্যাচ খেলার সুযোগ মিলছে বলে
অ্যাডিলেডে ক্যাম্প করার চিন্তা বাদ দিয়েছে বাংলাদেশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন