ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। যোগাযোগ ও বাণিজ্য আরও উন্নত করতে এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী জি কিষাণ রেড্ডিকে উত্তর-পূর্বাঞ্চলের সব মুখ্যমন্ত্রীদের নিয়ে অন্তত তিন দিনের জন্য বাংলাদেশ সফরের অনুরোধ করেছি। তাদের সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরাও থাকতে পারেন।
শাহরিয়ার আলম জানান, প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সময় আলোচনার ধারাবাহিকতায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নবিষয়ক মন্ত্রী কিষান রেড্ডি কয়েকটি উদ্যোগের কথা বলেছেন। সেগুলোর ব্যাপারে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন