শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তনুশ্রী দত্ত হার্ভার্ডে আমন্ত্রণ পেলেন

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

যে মানুষটি এককভাবে এই উপমহাদেশে #মিটু আন্দোলনের সূচনা করেছেন তিনি নিঃসন্দেহে বলিউডের অভিনেত্রী তনুশ্রী দত্ত। তার খ্যাতি আটলান্টিকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র পৌঁছেছে। জানা গেছে তিনি বস্টন ম্যাসাচুসেটসে অবস্থিত হার্ভার্ড বিজনেস স্কুলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন। তনুশ্রী ইনস্টাগ্রামে লিখেছেন : “হার্ভার্ড বিজনেস স্কুল এবং কেনেডি স্কুলের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ইন্ডিয়া কনফারেন্স ২০১৯ নামে বস্টন, ম্যাসাচুসেটসে অবস্থিত হার্ভার্ড বিজনেস স্কুলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ১৬ ফেব্রুয়ারি বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পেয়েছি।গত বছর অক্টোবরে তনুশ্রী ‘হর্ন ওকে প্লিসসসস’ চলচ্চিত্র নির্মাণের সময় সহ-অভিনেতা নানা পাটেকর তাকে যৌন হয়রানি করেছেন এই মর্মে অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতে #মিটু আন্দোলনের সূচনা হয়। প্রায় প্রতিক্ষেত্রে নারীরা তাদের ওপর যৌন নিগ্রহের কথা প্রকাশ করতে শুরু করে। আন্দোলন ব্যাপকতা লাভ করার পর এই বছরের শুরুতে তনুশ্রী যুক্তরাষ্ট্রে তার আগের জীবনে ফিরে যান। তাকে নিয়ে বলিউডে এরই মধ্যে স্পষ্টত দুটি পক্ষ সৃষ্টি হয়ে গেছে। অভিযুক্ত নানা অবশ্য তার নিজের পক্ষ অবলম্বন করে প্রতিবাদ করে উল্টো মামলার হুমকি দিয়েছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন