বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মোরেলগঞ্জে পাঁচ দফা দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ৪:০০ পিএম

জনবল কাঠামো এবং নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

১২ সেপ্টেম্বর সোমবার থেকে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশের ন্যায় মোরেলগঞ্জেও ৪ দিন অর্ধদিবস করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে।

সোমবার সকাল ৮টায় হতে উপজেলা প্রশাসন ভবনের সামনে অর্ধবেলা কর্মবিরতি পালন শুরু করে এ বিভাগের কর্মকর্তা- করা হয়।

কর্মবিরতিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান সহ এ দপ্তরের সকল কর্মচারীরা।

কর্মবিরতিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক পদমর্যাদা না থাকায় দুর্যোগ ব্যবস্থাপনার সঠিক লক্ষ্যে বাংলাদেশ এখনো পৌঁছাতে পারেনি। তাই দেশের যেকোনো কঠিন দুর্যোগ মোকাবিলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ/পদোন্নতি/চলতি দায়িত্বে নিয়োগের মাধ্যমে পূরণের এ পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে উক্ত অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী আমরা সুশৃঙ্খল আন্দোলন করে আসছি। আমরা এ দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। এসব দাবির যৌক্তিকতা পর্যালোচনায় কর্তৃপক্ষ মৌখিক ইচ্ছা প্রকাশ করলেও তা এখনো কার্যকর হচ্ছে না। এরই প্রেক্ষিতে সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের কাছে তারা তাদের পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেছি। আগামী ১৫ সেপ্টেম্বর দুপুরে সারা দেশের জেলা প্রশাসকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করা হবে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়টি সঠিক সিদ্ধান্ত দিবেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন