অবশেষে পয়েন্টের মুখ দেখল মোহামেডান ব্লুজ। প্রিমিয়ার ফুটবলে এবারের তারুণ্য নির্ভর দল কোয়ালিটি স্পোর্টস ক্লাব এক গোলে এগিয়ে থাকা অবস্থায় পেনাল্টি থেকে সমতায় ফেরে মোহামেডান ব্লুজ। ম্যাচটি ১-১ ব্যবধানে শেষ হলে ঐ এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। কোয়ালিটির শাকিল, ব্লুজের নাসির গোল করেন।
গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে ছোট ছোট পাসের মধ্যদিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়ে ২৪ মিনিটে গোলের দেখা পায় কোয়ালিটি। এ সময় ডানপ্রান্তে দেলোয়ার ক্রস করলে বক্সের ভেতর শাকিল বল আয়ত্বে এনে বা পায়ে শর্ট নিলে বল জালে ঠাঁই নেয় (১-০)। এরপর মোহামেডান বিক্ষিপ্তভাবে যে কয়েকটি আক্রমণ করেছে সেগুলো রক্ষণভাগে গিয়ে মুখ থুবড়ে পড়ে। ৫২ মিনিটে মোহামেডান ব্লুজ পেনাল্টি পায়। তা থেকে নাসির গোল করে খেলাটি সমতায় নিয়ে আসে (১-১)। নিজেদের প্রথম ম্যাচে বিসিআইসির বিরুদ্ধে চার গোলে জিতেছিল কোয়ালিটি আর মাদারবাড়ি উদয়ন সংঘের কাছে ৩-০ গোলে হেরেছিল মোহামেডান ব্লুজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন