মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

১৪ মাসের মধ্যে ডিএসই’র সর্বোচ্চ সূচক

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসছে। গতকাল সোমবার লেনদেন সূচক এ অবস্থানে উঠে এসেছে। গতকাল ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ৪৮৩৬ দশমিক ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত ১৪ মাস বা ২০১৫ সালের ৪ অক্টোবরের মধ্যে সর্বোচ্চ।
সোমবার মূল্যসূচকের পাশাপাশি আর্থিক লেনদেনও বেড়েছে। ডিএসইতে ৮০৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৭৩৩ কোটি ৪০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৩৯ লাখ টাকার বা ১০ দশমিক ১৪ শতাংশ।
ডিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১২৯টি কোম্পানির দর কমেছে এবং ৪৬টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাশাঁ ডেনিমসের শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ২৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস। লেনদেনে এরপর রয়েছেÑ কেয়া কসমেটিকস, বেক্সিমকো, আরএসআরএম স্টিল, একটিভ ফাইন কেমিক্যাল, জিপিএইচ ইস্পাত, আরগন ডেনিমস ও ওরিয়ন ফার্মাসিটিক্যালস।
এদিকে সোমবার সিএসই’র সিএসসিএক্স সূচক ২৯ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯০৬১ দশমিক ১২ পয়েন্টে। এর আগে রোববার ১২ দশমিক ৭৬ পয়েন্ট, বৃহস্পতিবার ৩৫ দশমিক ৫১ পয়েন্ট, বুধবার ০ দশমিক ২৭ পয়েন্ট, মঙ্গলবার ৭ দশমিক ১৫ পয়েন্ট ও সোমবার ২৯ দশমিক ২৫ পয়েন্ট বেড়েছিল। সিএসইতে ৪৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৪৪ কোটি ৫৬ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১১৯টি’র, কমেছে ৮৬টি’র এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টি’র।
সোমবারের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন লুজারের শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। এ দিন কোম্পানির শেয়ারের দর কমেছে ৬ দশমিক ২৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের সমাপনী মূল্য ছিল ২০ দশমিক ৭ টাকা। সোমবার লেনদেন শেষে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪ টাকায়। কোম্পানির শেয়ার ১৯ দশমিক ৩ টাকা থেকে ২০ দশমিক ৮ টাকায় লেনদেন হয়।
টপ টেন লুজারে উঠে আসা অপর ইস্যুগুলোর মধ্যেÑ ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৩৬ শতাংশ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের ৫ দশমিক ১৯ শতাংশ, রহিম টেক্সটাইলের ৪ দশমিক ৮৯ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪ দশমিক ৪৩ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৪১ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৪ দশমিক ২৯ শতাংশ, রেকিট বেনকিজারের ৩দশমিক ৯৭ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৯৫ শতাংশ ও অগ্রণী ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৮৫ শতাংশ দর কমেছে।
সোমবারের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস। এদিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার সেন্ট্রাল ফার্মাসিটিক্যালসের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৪ দশমিক ৭ টাকা। সোমবার লেনদেন শেষে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ১ টাকায়। এ দিন কোম্পানির শেয়ার ১৪ দশমিক ৭ টাকা থেকে ১৬ দশমিক ১ টাকায় লেনদেন হয়। টপ টেন গেইনারের অপর ইস্যুগুলোর মধ্যেÑ তসরিফা ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ২৯ শতাংশ, ডেফোডিল কম্পিউটারের ৮ দশমিক ৩৩ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৮ দশমিক ১৫ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭.৫০ শতাংশ, কেয়া কসমেটিকসের ৬ দশমিক ৬৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬ দশমিক ২৫ শতাংশ, লিবরা ইনফিউশনের ৫ দশমিক ৯৫ শতাংশ, শাশাঁ ডেনিমসের ৫ দশমিক ৬৫ শতাংশ ও আরগন ডেনিমসের ৫ দশমিক ৫০ শতাংশ দাম বেড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন