বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘ভুল শুধরালে বাংলাদেশ খুব ভালো দল’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

এশিয়া কাপ থেকে সবার আগেই বিদায় হয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে গতপরশু রাতে দুবাইয়ে ফাইনাল চলাকালে মাঠে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। আর মাঠের বাইরে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অন্য সব দেশের বোর্ডের সভাপতিদের সঙ্গে তাঁকে গ্যালারিতে ফাইনাল উপভোগ করতে দেখা গেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আমন্ত্রণে দুবাই গিয়ে পিসিবিপ্রধান রমিজ রাজা, বিসিসিআইপ্রধান সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বসে শ্রীলঙ্কা-পাকিস্তান ফাইনাল উপভোগ করেন বিসিবি সভাপতি।
শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান। ফাইনালে শ্রীলঙ্কার ২৩ রানে জয়ের পর দলগুলোর পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে ছোট ছোট ভুল সম্বন্ধে বলেন বিসিবি সভাপতি। সেখানে উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গও, ‘ক্রিকেট হচ্ছে আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। শ্রীলঙ্কা সেটা করতে পেরেছে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারত একটা ক্যাচ মিস করে টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে। পাকিস্তান আজকে (গতপরশু) ক্যাচ মিস করেছে। আমরা ক্যাচ মিস করেছি। ছোট ছোট ভুলগুলো আমরা যত দিন পর্যন্ত ঠিক করতে না পারব, তত দিন পর্যন্ত এ রকম এ অবস্থা থাকবে।’
এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে শেষ চারে আর উঠতে পারেনি সাকিব আল হাসানের দল। আফগানিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ২ উইকেটে হারে বাংলাদেশ। বিসিবি সভাপতি মনে করেন, শ্রীলঙ্কার কাছে ওই ম্যাচটা হারের কোনো কারণ নেই। ওই ম্যাচটা জিতলে শ্রীলঙ্কার মতো বাংলাদেশেরও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকত বলে মনে করেন বিসিবি সভাপতি। বাংলাদেশকে ভালো দলের প্রশংসাপত্র দিয়ে পাপন বলেছেন, ‘বাংলাদেশ দল ভালো। এশিয়া কাপে শ্রীলঙ্কার সঙ্গে ওই ম্যাচটা না জেতার কোনো কারণ নেই। আমরা যদি সেই ম্যাচটা জিততাম, তাহলে আমাদেরও সুযোগ আসতে পারত। বলা তো যায় না। কিন্তু মাঠের পারফরম্যান্স ক্রিকেটারদের ওপর নির্ভর করে। কিন্তু দল খুবই ভালো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন