বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকায় গতকাল টিভিএস অটো বাংলাদেশ লিঃ মোটরসাইকেল গ্রাহকদের উপহার দিয়েছে এক বøকবাস্টার লঞ্চিং। বাংলাদেশের মোটরসাইকেল ইতিহাসে যুগান্তকারী ঘটনার জন্ম দিয়ে সারা দেশবাসীর চাহিদা মেটাতে টিভিএস অটো বাংলাদেশ লি. এই প্রথম একসাথে নিয়ে এলো নতুন ৬টি মডেলের মোটরসাইকেল। জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বøকবাস্টার লঞ্চিং ইভেন্টের শুভ উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অফ অপারেশন বিপ্লব কুমার রায়, টু হুইলার বিজনেস হেড মৃগেন ব্যানার্জী, ন্যাশনাল সেলস ম্যানেজার আতিকুর রহমান ও মার্কেটিং ম্যানেজার আশরাফুল হাসান। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিভিএস এন্ড সনস্-এর এসভিপি কল্লোল চৌধুরী, টিভিএস মোটর কোম্পানি লি. এর জি.এম অরো আশিষ চৌধুরী, কান্ট্রি ম্যানেজার রাজিক ফরিদ, সিনিয়র ম্যানেজার এস পি কৃষ্ণ কুমার এবং টিভিএস অটো বাংলাদেশ লিঃ এর অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
ঞজটঊ ইখটঊ জঅঈঊজ-দের জন্য টিভিএস নিয়ে এলো নতুন অ্যাপাচি আরটিআর গধঃঃব ইষঁব ঊফরঃরড়হ। ১২৫ সিসি সেগমেন্টের সর্বাধুনিক প্রযুক্তির প্রিমিয়াম বাইক ফিনিক্স এবং ফুললি লোডেড ইম্প্রেসিভ বাইক স্ট্রাইকার। ১১০ সিসিতে টিভিএস সর্বপ্রথম নিয়ে এলো ডিস্কব্রেকসহ স্টাইলিস মেট্রো প্লাস ও স্কুটারের নতুন সংস্করণ জুপিটার এবং ১০০ সিসির ইউটিলিটি ভেইকেল এক্স.এল- ১০০ যা টু হুইলার খড়ৎৎু হিসেবেও ব্যবহার করা যাবে। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন