কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। জোয়ারের সময় সাগরের বিশাল ঢেউয়ে আঘাত হানছে উপক‚লে। জিওটিউব ব্যাগও রক্ষা করতে পারছে না সৈকতের বালিয়াড়ির ভাঙন। গত ৩ দিন ধরে কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনাসহ কক্সবাজার উপক‚লে নোঙর করেছে সাড়ে ৫ হাজারের বেশি মাছ ধরার ট্রলার।
পাশাপাশি চট্টগ্রামসহ বিভিন্ন জেলার আরও হাজার খানেক ট্রলারের অবস্থান এখন কক্সবাজারে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আনুমানিক ৬০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে ট্রলার মালিকদের। একই সঙ্গে দুর্দশায় পড়েছেন ট্রলারের প্রায় লক্ষাধিক জেলে। কক্সবাজারে নিবন্ধিত যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান রয়েছে প্রায় ৬ হাজার ৮০০। আর নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৬৫ হাজার।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সাগরে ৩ নং সংকেত এখনো অব্যাহত। তবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামীকালের মধ্য দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে কয়েকদিন ধরে কক্সবাজার এলাকায় মাঝারী ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে বিরূপ আবহাওয়া ভারী বৃষ্টিপাতে আমনের জন্য ভালো হলেও কক্সবাজার শহরবাসীর নাকাল অবস্থা সৃষ্টি হয়েছে। পাশাপাশি কক্সবাজারে আগত পর্যটকরা পড়েছেন বিপাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন