শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাকিস্তানী ক্রিকেটার আফ্রিদি নিষিদ্ধ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১:৫৭ পিএম

প্রায় এক যুগ আগে এক বার স্পট ফিক্সিং কাণ্ড পুরো পাকিস্তান ক্রিকেটকেই নাড়িয়ে দিয়েছিল। এরপর ভূমিকম্পের আফটার শকের মতো নিয়মিত বিরতিতে এমন ম্যাচ কিংবা ম্যাচের অংশবিশেষ গড়াপেটার বিষবাষ্প প্রায়ই পাকিস্তানের পিছু নিয়েছে। সম্প্রতি এমন কাণ্ড ঘটেছে আরও একবার। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এই কারণেই নিষিদ্ধ করেছে দেশের উঠতি স্পিনার আসিফ আফ্রিদিকে।

আফ্রিদি অবশ্য সরাসরি ম্যাচ কিংবা স্পট ফিক্সিং করেননি। প্রস্তাব পেয়েছিলেন গড়াপেটার, তবে এরপরও তিনি তা বোর্ডকে জানাননি। তাই নিষেধাজ্ঞার খড়্গ নেমে এসেছে তার ওপর।

তার বিরুদ্ধে করা হয়েছে মামলা। সেটা যত দিন পর্যন্ত সমাধান না হচ্ছে, তত দিন কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না তিনি।

গতকাল পাক বোর্ড এক বিবৃতিতে বিষয়টি জানায়। সেখানে বলা হয়, আসিফ এমন অপরাধ করেছেন যা ক্রিকেটকে কলুষিত করতে পারে। যদিও বিষয়টি খোলাসা করেনি বোর্ড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন