শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মুসলিম লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী কাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৭ পিএম

আগমীকাল বৃহস্পতিবার বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হক মজুমদারের ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে বাদ জোহর দলের নয়া পল্টনস্থ প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন দলের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার। প্রধান বক্তা দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের। বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আতিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন আবুড়ি ও মুসলিম লীগসহ বিভিন্ন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দলের নেতা কর্মী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে দোয়া মাহফিলে যোগদানের অনুরোধ জানিয়েছেন মহাসচিব কাজী আবুল খায়ের।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন