বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পরমাণু আলোচনায় আরো নমনীয় হওয়ার আহবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় সব পক্ষকে ‘নমনীয়তা’ প্রদর্শনের আহবান জানিয়েছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত এই সমঝোতার প্রতি নিজের অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন। গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিচ জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষকে আরো বেশি নমনীয় হতে হবে যাতে অবশিষ্ট অমীমাংসিত বিষগুলোর সমাধান করে একটি চ‚ড়ান্ত চুক্তি সই করা যায়। ডুজারিচ বলেন, অবিলম্বে যাতে একটি চুক্তি স্বাক্ষরের মধ্যদিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব আবার বাস্তবায়ন শুরু করা যায় সে চেষ্টা চালাতে হবে। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি যখন জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দেয়ার জন্য আগামী সপ্তাহে নিউ ইয়র্ক সফরে যাবেন বলে কথা রয়েছে তখন জাতিসংঘের মুখপাত্র এ আহবান জানালেন। প্রেসিডেন্ট রায়িসি জাতিসংঘে দেয়া ভাষণে ইরানের ওপর আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাবগুলো তুলে ধরবেন বলে ব্যাপকভাবে মনে করা হচ্ছে। ২০১৫ সালের জুন মাসে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন ও রাশিয়ার সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান। এরপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব পাস করে ওই সমঝোতাকে আন্তর্জাতিক আইনে পরিণত করা হয়। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন