ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এশিয়ান রোয়িং প্রতিযোগিতায় তিন ইরানি নারী রৌপ্য পদক জিতেছেন।
তেহরানের পশ্চিমে আজাদি কৃত্রিম লেকে ৫০০ মিটারের ব্যক্তিগত ও দ্বৈত বিভাগে এশিয়া কাপ রোয়িং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এশিয়ান রোয়িংয়ে পাকিস্তান, ভারত, ইরাক এ, ইরাক বি, আর্টেমিস ক্লাব, ইরান জুনিয়র ক্লাব, সাইপা ক্লাব এবং ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয় থেকে ইরানি অন্যান্য দলগুলো অংশগ্রহণ করে।
৫০০ মিটার ডাবল রোয়িংয়ের ফাইনালে হামেদানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশের আর্টেমিস দলের দুই নারী কিমিয়া জারেই এবং মরিয়ম ওমিদপারসা রৌপ্য পদক জিতেছেন।
এরআগে ১০০০ মিটার হেভিওয়েট রোয়িং প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতেছেন হামেদানের আরেক রোয়ার মরিয়ম কারামি।
সূত্র: মেহর নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন