মানিকগঞ্জে ৪৯তম গ্রীষ্মকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে সেরার খেতাব জিতেছে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়। গতকাল হিজুলী মিনি স্টেডিয়ামে ফুটবলের ফাইনালে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলে হারায় দৌলতপুর উপজেলার কাকনা উচ্চ বিদ্যালয়কে। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান। এসময় উপস্থিত ছিলেন সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম আরিফুর রহমান, সিনিয়র শিক্ষক শাজাহান দুলাল, হারুনুর রশিদ, মামুন শেখ ও শারীরিক শিক্ষা শিক্ষক মো. আলতাফ হোসেন। আগের দিন পুরুষ হ্যান্ডবলেও চ্যাম্পিয়ন হয়েছে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়।
মন্তব্য করুন