পেনাল্টি থেকে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন। আক্রমণভাগের খেলোয়াড় রহিম একমাত্র গোলটি করে। এ ম্যাচটিতে ব্রাদার্সের রাসেল পরপর দুটি হলুদ কার্ড পাওয়ায় রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ ত্যাগ করিয়েছে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লীগে গতকালের এ ম্যাচে ব্রাদার্স ১-০ গোলে মোহামেডান ব্লুজকে হারায়। খেলার ৩৪ মিনিটে রহিম বল নিয়ে বক্সে ঢুকে পড়ে গোলের শর্ট নিলে বল মোহামেডানের নাসিরের হাতে লাগলে রেফারি পেনাল্টি দেয়। তা থেকে গোলটি হয়। দু’দলের মধ্যেকার এ ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে মোহামেডান খুবই ভালো খেলে গোল পরিশোধের সুযোগ পেলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় পরাজয় মেনে নিতে হয়েছে। এবারের আসরে মোহামেডান খেলেছে চারটি ম্যাচ। তার মধ্যে গতকালের ম্যাচটিতে তারা সেরা খেলা উপহার দিয়েছে। ব্রাদার্স চার খেলা শেষে ১২ পয়েন্ট এবং মোহামেডান সমসংখ্যক খেলা শেষে পেয়েছে দুই পয়েন্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন