প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনে সিক্ত হচ্ছেন দক্ষিণ এশিয়ার নতুন চ্যাম্পিয়ন সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা। এশিয়ান পর্যায়ে চ্যাম্পিয়ন হতে কেমন লাগে, সে অনুভূতি ভালোই জানা আছে জাতীয় দলের পেসার জাহানারা আলমের। ২০১৮ সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দল। জাহানারা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট পরার জন্য হৃদয় নিংড়ানো অভিনন্দন আমাদের বোনদের। তোমাদের জন্য গর্বিত।’ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া অভিনন্দন জানিয়েছেন এভাবে, ‘চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফ ফুটবলে নেপালকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দল ইতিহাস গড়েছে। আমাদের মেয়েদের অভিনন্দন।’
মেয়েরা অভিনন্দন পাচ্ছেন ছেলেদের জাতীয় দলের ক্রিকেটারদেরও। পুরো দলকেই অভিনন্দন জানিয়ে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট মাথায় তোলার জন্য আমাদের প্রিয় বোনদের অভিনন্দন। সত্যিই তোমাদের নিয়ে গর্বিত। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কুর্নিশ।’ লিটন দাস লিখেছেন, ‘আমাদের গর্বিত করার জন্য মেয়েদের অভিনন্দন। চ্যাম্পিয়ন!’ অভিনন্দন জানিয়েছেন মেহেদী হাসান মিরাজও, ‘নেপালকে হারিয়ে সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। আমাদের মেয়েদের অভিনন্দন।’ সৌম্য সরকারের গর্বটাও টের পাওয়া যায় তার ফেসবুক পোস্টে, ‘সাফের নতুন চ্যাম্পিয়নরা হাজির। আমাদের বাংলাদেশ! অভিনন্দন মেয়েরা!’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন