শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় ওসির দেহরক্ষীসহ দুজন গ্রেফতার, মাদক উদ্ধার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫২ পিএম

ইয়াবা ও গুলিসহ খুলনা মেট্রোপলিটন পুলিশের এক সদস্যসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬ এর একটি অভিযানিক টিম। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে তাদের দু’জনকে নগরীর কৃষ্ণ নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দু’জনের বিরুদ্ধে লবনচরা থানায় পৃথক আইনে মামলাা হয়েছে। গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্য হলেন, মো: মেহেদী হাসান। তিনি লবনচরা থানার অফিসার ইনচার্জের দেহরক্ষি। অপরজন হলেন, মো: হুমায়ুুন কবির। তিনি নগরীর কৃষ্ণ নগর এলাকার বাসিন্দা।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছন, লবনচরা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আমিরুল ইসলাম। তি‌নি জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে র‌্যাব ৬ এর সদস্যরা কৃষ্ণ নগর এলাকায় হুমায়ুন কবিরের বাসায় অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্য মেহেদী হুমায়ুন কবিরের বাসায় অবস্থান করছিলেন। র‌্যাব পুলিশ সদস্য মেহেদীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে হুমায়ুন কবিরের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও একটি গুলি উদ্ধার করে। তাদের উভয়কে র‌্যাব কার্যালয়ে নেওয়া হয়। রাতে তাদের লবনচরা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাবের এসআই বজলুর রশীদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান বলেন, বিকেলে তাদের আটক করে র‌্যাব। রাতে তাদের থানায় হস্তান্তর করা হয়। হুমাযুন কবিরের কাছ থেকে গুলি সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। সেটি পরীক্ষীর জন্য সিআইডি ল্যাবে প্রেরণ করা হবে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরের পর তাদের দু’জনকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সদস্য মেহেদীর ব্যাপারে বক্তব‌্য জানার জন্য থানার অফিসার ইনচার্জকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন