শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সৈয়দপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ৫:২০ পিএম

নীলফামারীর সৈয়দপুরে খালের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) ও তুহিন ইসলাম (৩) নামে দুটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের দলবাড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সাজিদ ওই পাড়ার সবজি বিক্রেতা সাদ্দাম হোসেনের এবং তুহিন কৃষক আবুল হোসেনের ছেলে। নিহত দুই শিশু আপন চাচাতো ভাই।
এলাকাবাসী জানান, নিহত ওই দুই শিশু বাড়ির পেছনে খোলা জায়গায় খেলা করছিল। খেলার এক পর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ি সংলগ্ন প্রতিবেশী আব্দুস ছালামের গোসলখানার ব্যবহৃত খালের জমে থাকা পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওই খালের পানিতে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে মরদেহ দুটি উদ্ধার করে। শিশু দুটির নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন