ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত খেললেন মুর্শিদা খাতুন। ব্যাট হাতে আবারও দ্যুতি ছড়ালেন নিগার সুলতানা। দুই জনের অপরাজিত ফিফটিতে দেড়শ ছাড়ানো পুঁজি পেল বাংলাদেশ। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিল তারা। গতকাল আবু ধাবিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশের জয়টি ৫৫ রানের। মাত্র ১ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে তারা। জবাবে ৩ উইকেটে ১০৩ রানের বেশি করতে পারেনি পুরো ওভার খেলা যুক্তরাষ্ট্র। এর আগে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকেও হারানো দলটি ‘এ’ গ্রুপের শীর্ষ দল হয়ে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় উইকেটে মুর্শিদা ও নিগারের ১৩৮ রানের জুটিতে ২০ ওভারে বাংলাদেশ তোলে ১৫৮ রান। ৯ চারে ৬৪ বলে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মুর্শিদা। ৪০ বলে ১ ছক্কা ৬ চারে ৫৬ রান করেন নিগার। রান তাড়ায় যুক্তরাষ্ট্রের হয়ে ৭১ বলে ৮ চারে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন সিন্ধু শ্রীহার্শা। তারপরও কোনো লড়াই করতে পারেনি তার দল। ২০ ওভার খেলে স্রেফ ৩ উইকেট হারিয়ে দলটি করতে পারে মাত্র ১০৩ রান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন