বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ২৭জন ডেঙ্গুজ্বরে মারা গেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৭ পিএম

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগ গত (মঙ্গলবার) সন্ধ্যায় প্রকাশিত এক রিপোর্টে জানায়, ওই অঞ্চলে বন্যার কারণে সৃষ্ট মশাবাহিত রোগ- ডেঙ্গুজ্বরে ২৭জন মারা গেছে। বন্যার কারণে মশার উপদ্রব বেড়েছে।

বলা হয়, সিন্ধু প্রদেশে ১৯ সেপ্টেম্বর ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৩৫৩জন রোগী পাওয়া যায়। প্রদেশটিতে চলতি বছর মোট ৬১৬৩জন ডেংগু রোগীর খবর পাওয়া গেছে। যার মধ্যে সেপ্টেম্বর মাসেই ৩৫৯৪জন আক্রান্ত হয়।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো অগাস্ট মাসের শেষে জানায়, জুন মাস থেকে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বিভিন্ন দুর্যোগে পাকিস্তানে ৩ কোটি ৩০ লাখ ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০৬১জন মারা গেছে এবং ১৫৭৫জন আহত হয়েছে।

সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার জানায়, ১ জুলাই থেকে পাকিস্তানে বন্যার কারণে বিভিন্ন রোগে সিন্ধু প্রদেশের ৩১৮জন মারা গেছে। সূত্র: নিউজ ইন্টারন্যাশনাল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন