বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

পুরনো চেহারায় ফিরছে আইপিএল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বদলে যাওয়া আইপিএল ফিরছে পুরনো ঘরানায়। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগামী আসর থেকে ম্যাচগুলো মাঠে গড়াবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বোর্ডের অন্তর্ভুক্ত রাজ্যগুলোকে বিষয়টি জানিয়ে দিয়েছেন, ‘ছেলেদের আইপিএলের পরের মৌসুম হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে ফিরে যাবে। যেখানে ১০ দল তাদের নির্ধারিত ভেন্যুতে হোম ম্যাচ খেলবে।’ কোভিড-১৯ এর কারণে ২০২০ সালের আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যু দুবাই, শারজাহ ও আবি ধাবির দর্শকশূন্য স্টেডিয়ামে। পরের আসরে টুর্নামেন্টটি ভারতে ফিরলেও পুরোটা হতে পারেনি সেখানে। দলগুলোতে করোনাভাইরাস হানা দেওয়ার আগে প্রথম ভাগ হয় দিল্লি, আহমেদাবাদ, মুম্বাই ও চেন্নাইয়ে। পরে তা সরিয়ে নেওয়া হয় আমিরাতে। ২০২২ সালের আসর পুরোটাই হয় ভারতে। তবে ছিল না হোম ও অ্যাওয়ে ম্যাচ। এখন পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তাই পুরনো চেহারায় ফিরতে যাচ্ছে আইপিএলও। যেখানে দলগুলো হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে। এছাড়া মেয়েদের আইপিএল আয়োজনেরও পরিকল্পনা করছে বিসিসিআই। আগামী বছরের শুরুর দিকে মাঠে গড়াতে পারে এই টুর্নামেন্টের প্রথম আসর। ধারণা করা হচ্ছে, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মার্চে হবে প্রতিযোগিতাটি। সঙ্গে মেয়েদের অনূর্ধ্ব-১৫ পর্যায়ের একটি ওয়ানডে টুর্নামেন্টও চালু হচ্ছে বলে জানিয়েছেন সৌরভ। উদ্বোধনী আসরটি আগামী ২৬ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন