রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গফরগাঁওয়ে যাত্রীবেশে ছিনতাইকারী আটকঃ অটোচালক আহত

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৭ পিএম

বরমী বাজার থেকে গত শ্রক্রবার (২৩সেপ্টেম্বর) রাত ১২টার দিকে অটোরিকসা চালক মোঃ হাতেম আলী (৬০)কে ছিনতাইকারী মোঃ মিয়া হোসেন (২৫) যাত্রী বেশে গফরগাঁও উপজেলার পাগলা থানার মীরার টেক নামক স্থানে নিয়ে আসে । পরে প্রবীণ অটোচালক ছিনতাইকারীর কথা বিশ্বাস করে পাগলা থানার মীরারটেক নির্জন স্থানে নিয়ে অটোরিকসা থেকে নেমে চালককে চুলকাটার কেঁচি দিয়ে ঘাড়ে ও গলায় একের পর এক আঘাত করে রাস্তায় ফেলে রেখে যাওয়ার সময় গফরগাঁও উপজেলার পাগলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারীকে মলমল গ্রাম থেকে রাত ২টা ২০মিঃ আটক করে । আশংকাজনক অবস্থায় চালক মোঃ হাতেম আলীকে চিকিৎসা দেয়া হচ্ছে ।অটো রিকসা চালকের বাড়ী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী গ্রামে । ছিনতাইকারীর বাড়ী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ৩নং চরআলগী ইউনিয়নের চরকামারিয়া গ্রামের মৃত মোঃ জামাল উদ্দিনের ছেলে মিয়া হোসেন (২৫) । পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে । ওসি আরও জানান, বরমী বাজারে ছিনতাইকারী অটোরিকসা চালককে অনুরোধ করে যে , আমার বোন গুরুতর অসুস্থ্য তাই আমাকে গফরগাঁওয়ে গ্রামের বাড়ি নিয়ে যেতে হবে । এই কথা বিশ্বাস করে প্রবীণ অটোচালককে নিয়ে আসার সময় ছিনতাই বিভিন্ন ভাবে আঘাত করে । ছিনতাইকারীকে ময়মনসিংহ জেলা হাজতে আজ শনিবার সকালে পাঠানো হয়েছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন